৫ বছর না, আগামী ২৫ বছর প্রধানমন্ত্রীরই, জানিয়ে দিলেন মন্ত্রী

কংগ্রেসের ইস্তেহারকে ‘ভ্রান্ত’ই বলছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi vote.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে মধ্যপ্রদেশের জন্য কংগ্রেস নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। তবে সেই ইস্তেহারকে ‘ভ্রান্ত’ই বলছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

তাঁর কথায়, “কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতি এবং আশ্বাস দেয়। তার সাক্ষী ইতিহাস। তারা এটি কখনওই পূরণ করেনি। কেবল বিভ্রান্তি ছড়ানোর একটি উপায় হল এই ইস্তেহার। কমলনাথ সেখানে দেড় বছর ধরে আছেন। কিন্তু তিনি কী করেছেন? আমরা দরিদ্রদের কল্যাণ ও নারীর ক্ষমতায়নের জন্য বদ্ধপরিকর। আমরা 'অমৃত কাল'-এর জন্য ২৫ বছরের রোড ম্যাপ তৈরি করেছি। আমরা ৫ বছরের কথা বলি না, আমাদের প্রধানমন্ত্রী ২৫ বছরের কথা বলেন। আর এখানেই সবচেয়ে বড় পার্থক্য”।

hiren