নবনিযুক্ত উপাচার্য ডঃ বিন্দে কুমার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ

ডঃ বিন্দে কুমার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

author-image
Aniket
New Update
GvEQrpbXcAA_NxY



নিজস্ব সংবাদদাতা: বিহার স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (Bihar Swasthya Vigyan Vishwavidyalaya) নবনিযুক্ত উপাচার্য ও বর্তমান IGIMS পাটনার পরিচালক ডঃ বিন্দে কুমার আজ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

 দায়িত্ব গ্রহণের আগে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।