/anm-bengali/media/media_files/Xg2CP1J9vmYKfCDx4EfJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড় ঘটনা ঘটে গিয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে (Uttarkashi)। উত্তরকাশী-যমুনোত্রীসড়কেঅবস্থিতসিল্কিয়ারাটানেলেত্রাণওউদ্ধারকাজচলছে।এনডিআরএফএবংএসডিআরএফদলঘটনাস্থলেউপস্থিতরয়েছে। উত্তরকাশীর যমুনোত্রী হাইওয়েতে নির্মাণাধীন সুড়ঙ্গে (Tunnel Collapse) ১২ ঘণ্টার শিফট শেষ করে শ্রমিকরা দীপাবলি উদযাপন করতে যাওয়ার সময় গতকাল সকাল ৮টার দিকে একটি দুর্ঘটনা ঘটে। সুড়ঙ্গের সিল্কিয়ারা মুখ থেকে ২৫০ মিটার এগিয়ে সুড়ঙ্গের ৩০ থেকে ৩৫ মিটার অংশ ভেঙে গেছে। যার ফলে নির্মাণ কাজে নিয়োজিত ৩০ থেকে ৩৫ জন শ্রমিক টানেলের ভেতরে আটকে পড়েছেন বলে অনুমান। উত্তরকাশী টানেল দুর্ঘটনা প্রসঙ্গে এনডিআরএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট করমবীর সিং ভান্ডারি বলেন, "সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জনের সবাই নিরাপদে রয়েছেন, আমরা তাদের জল ও খাবার সরবরাহ করেছি। উদ্ধার কাজ চলছে।"
#WATCH | Uttarakhand | Uttarkashi Tunnel accident: Relief and rescue work underway on war footing in Silkyara Tunnel located on Uttarkashi-Yamnotri road. NDRF and SDRF teams are present at the spot. pic.twitter.com/aETtuSKh7M
— ANI (@ANI) November 13, 2023
#WATCH | Uttarakhand | On Uttarkashi Tunnel accident, NDRF's Assistant Commandant, Karamveer Singh Bhandari says, "All the 40 people trapped inside the tunnel are safe, we have provided water and food to them. Rescue work is underway. We are facing a bit problem as the debris is… pic.twitter.com/VzFq6Ow380
— ANI (@ANI) November 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us