New Update
/anm-bengali/media/media_files/YquD7oalOi9YKK8S7IWp.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভোটার অভিজ্ঞতা উন্নয়ন ও নির্বাচন ব্যবস্থাপনাকে আরও সহজতর করার লক্ষ্যে, গত ১০০ দিনে ২১টি নতুন উদ্যোগ চালু করেছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। নির্বাচন কমিশনের মতে এই পদক্ষেপগুলি “উদ্দেশ্যমূলক, ও বাস্তবমুখী ” যা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শ্রী জ্ঞানেশ কুমার দায়িত্ব নেওয়ার পর এই পদক্ষেপগুলি বাস্তবায়ন করা হয়েছে।