নিজস্ব সংবাদদাতা: লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্যের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে যখন বিহার রাজনীতিতে চর্চা চলছে, তখন গোহ কেন্দ্রের নবনির্বাচিত আরজেডি বিধায়ক আমরেন্দ্র কুমার অত্যন্ত সংযত অবস্থান নিলেন। তিনি বলেন, গোহের সাধারণ মানুষ তাঁকে যে আস্থা ও সুযোগ দিয়েছেন, তিনি সেই দায়িত্বকে সবার আগে রাখছেন। এলাকার মানুষের সেবা করাই তাঁর প্রধান কাজ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/16/lalu-daughter-2025-11-16-21-15-54.png)
আমরেন্দ্র জানান, তিনি আজ আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করতে এসেছেন। তবে রোহিনী আচার্যের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন তিনি। তাঁর ভাষায়, “আরজেডি একটি পরিবার। পরিবারের ভেতরের কোনও বিষয়ে প্রকাশ্যে বলা আমার কাজ নয়। দলের সব ব্যাপার নিয়েই উচ্চ নেতৃত্ব নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেবে।”
বিধায়কের এই সতর্ক ও কৌশলী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে তিনি দলের প্রতি আনুগত্য দেখালেন, অন্যদিকে সম্ভাব্য বিতর্ক থেকেও নিজেকে সরিয়ে রাখলেন। আরজেডির ভবিষ্যৎ বৈঠকেই জানা যাবে নেতৃত্ব এই ঘটনাকে কীভাবে সামলায়।
“আরজেডি এক পরিবার”— রোহিনীর মন্তব্যে গোহের নয়া বিধায়কের সাফ বার্তা
আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনীর মন্তব্যে বিতর্কের মাঝে গোহের নবনির্বাচিত বিধায়ক আমরেন্দ্র কুমার জানান, এটি পারিবারিক বিষয় এবং সিদ্ধান্ত নেবে দলীয় উচ্চ নেতৃত্ব।
নিজস্ব সংবাদদাতা: লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্যের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে যখন বিহার রাজনীতিতে চর্চা চলছে, তখন গোহ কেন্দ্রের নবনির্বাচিত আরজেডি বিধায়ক আমরেন্দ্র কুমার অত্যন্ত সংযত অবস্থান নিলেন। তিনি বলেন, গোহের সাধারণ মানুষ তাঁকে যে আস্থা ও সুযোগ দিয়েছেন, তিনি সেই দায়িত্বকে সবার আগে রাখছেন। এলাকার মানুষের সেবা করাই তাঁর প্রধান কাজ।
আমরেন্দ্র জানান, তিনি আজ আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করতে এসেছেন। তবে রোহিনী আচার্যের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন তিনি। তাঁর ভাষায়, “আরজেডি একটি পরিবার। পরিবারের ভেতরের কোনও বিষয়ে প্রকাশ্যে বলা আমার কাজ নয়। দলের সব ব্যাপার নিয়েই উচ্চ নেতৃত্ব নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেবে।”
বিধায়কের এই সতর্ক ও কৌশলী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে তিনি দলের প্রতি আনুগত্য দেখালেন, অন্যদিকে সম্ভাব্য বিতর্ক থেকেও নিজেকে সরিয়ে রাখলেন। আরজেডির ভবিষ্যৎ বৈঠকেই জানা যাবে নেতৃত্ব এই ঘটনাকে কীভাবে সামলায়।