/anm-bengali/media/media_files/NGK6GoXzNlGpL0Agr70Y.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আম্বানি পরিবারের (Ambani Family) মুকুটে জুড়ল আর এক নতুন পালক। রিলায়েন্স (Reliance) ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি রোটারি ক্লাব অফ বম্বে থেকে মুম্বাই ২০২৩-২৪ এর নাগরিক (Mumbai) পুরস্কার (Award) পেয়েছেন। রিলায়েন্স ফাউন্ডেশন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই খুশির খবর সকলকে জানিয়েছে। তারা জানিয়েছে, "স্বাস্থ্যসেবা, শিক্ষা, খেলাধুলা, শিল্পকলা এবং সংস্কৃতিতে রূপান্তরকারী প্রতিষ্ঠান তৈরি করে তার স্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারি ক্লাব অফ বোম্বে থেকে নীতা আম্বানিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ''
পুরস্কার প্রাপ্তির পরে নীতা আম্বানি জানিয়েছেন, "রোটারির সাথে আমার পরিবারের সম্পর্ক কয়েক দশক ধরে রয়েছে। আমার শ্বশুর শ্রী ধিরুভাই আম্বানি ১৯৬৯ সালে অনারারি রোটারিয়ান হয়েছিলেন। তারপরে ২০০৩ সালে মুকেশ হন। রোটারিয়ান হিসাবে এটি আমার ২৫তম বছর। আমি এই যাত্রাকে বহন করে নিয়ে যাচ্ছি বছরের পর বছর ধরে। এর জন্য আমি খুবই গর্বিত। ''
Our Founder-Chairperson, Mrs. Nita M. Ambani receives the prestigious Citizen of Mumbai Award 2023-24 from the Rotary Club of Bombay – a recognition of her enduring contributions by creating transformative institutions in healthcare, education, sports, arts, and culture.#WeCarepic.twitter.com/mZPnm07VjT
— Reliance Foundation (@ril_foundation) September 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us