২২ সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকেই কার্যকর হবে নতুন জিএসটি স্ল্যাব: ছত্তিশগড় মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই

ছত্তিশগড় মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই কি বললেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-04 10.52.35 PM

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই জিএসটি সংস্কার নিয়ে জানিয়েছেন, নতুন স্ল্যাব হার সাধারণ মানুষ ও শিল্প—উভয়েরই উপকারে আসবে। তাঁর মতে, স্ল্যাব হারে ছাড় দেওয়ায় ব্যবসা আরও সহজ হবে এবং জনগণ প্রত্যক্ষভাবে সুফল ভোগ করবেন।

তিনি আরও জানান, “জিএসটি সংস্কার সাধারণ মানুষ ও শিল্পের জন্য অনেক উপকারী হবে। স্ল্যাব হার কমায় ব্যবসা সহজতর হবে। নতুন স্ল্যাব ২২ সেপ্টেম্বর থেকে, অর্থাৎ নবরাত্রির প্রথম দিন থেকেই কার্যকর হবে।”