/anm-bengali/media/media_files/l5oujSDKFwDDFp295llD.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারত সফরে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচণ্ড। এই সফরে তিনি ইতিমধ্যেই দুই দেশের মজবুত সম্পর্কের জন্য একাধিক বিষয়ে আলোচনা করেছেন ভারত সরকারের সঙ্গে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচণ্ডের ভারত সফর প্রসঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রসাদ সৌদ বলেছেন, "আমাদের প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো ভারত সফর করছেন। নির্বাচনের পর এটাই প্রথম সফর। ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে এবং থাকবে। অনেক ক্ষেত্র নিয়ে আলোচনা করছি। আমরা বাণিজ্য, ট্রানজিট এবং অন্যান্য ক্ষেত্রেও নিযুক্ত আছি"। এই সময় তাকে সীমান্তের সমস্যা নিয়ে আলোচনা হবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, "সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করা হচ্ছে"।
#WATCH | On Nepal PM Pushpa Kamal Dahal ‘Prachanda’s visit to India, Nepal Foreign Minister Narayan Prasad Saud says, "Our PM is visiting India for the fourth time. This is the first visit after the election. We have very good relations with India and we are discussing many… pic.twitter.com/usqHH1sMFc
— ANI (@ANI) May 31, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us