'২৬/১১ এর সময় মনমোহন না মোদীকে দরকার ছিল'

২৬/১১ নিয়ে মন্তব্য করলেন হিমন্ত বিশ্ব শর্মা। 

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: হিমন্ত বিশ্ব শর্মা ২৬/১১ হামলা নিয়ে মন্তব্য করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "এটি একটি খুব দুঃখের দিন। আমার মনে হয় সেই সময়ে মনমোহন সিংয়ের পরিবর্তে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে কংগ্রেস যা করেছে তা করা হতো না"।