“আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না”

অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় রাজনাথ সিং।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-28 2.53.49 PM

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, পাকিস্তানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের সার্জিকাল স্ট্রাইক, ২০১৯-এর বালাকোট এয়ার স্ট্রাইক এবং ২০২৫ সালের অপারেশন সিঁদুরের মতো কড়া পদক্ষেপ নিতে হয়েছে।

Screenshot 2025-07-28 2.46.58 PM

তিনি বলেন, “আমাদের সরকার শান্তি প্রতিষ্ঠার বহু চেষ্টা করেছে। কিন্তু ২০১৬, ২০১৯ ও ২০২৫—এই তিনটি অভিযান আমাদের শান্তির পথে ভিন্ন কৌশল গ্রহণের প্রতিচ্ছবি।" রাজনাথ সিং আরও স্পষ্টভাবে বলেন, “নরেন্দ্র মোদী সরকারের অবস্থান একেবারে পরিষ্কার—আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।” এই মন্তব্যে কেন্দ্রের ‘জিরো টলারেন্স অন টেরর’ নীতির পুনরাবৃত্তি ঘটল এবং একযোগে রাজনৈতিক বার্তাও পৌঁছল প্রতিবেশী রাষ্ট্রে।