New Update
/anm-bengali/media/media_files/4hJ0tA0CVvHSa28TipK7.png)
নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরে আবার সেনাবাহিনীর সঙ্গে জঙ্গির এনকাউন্টার। নিকেশ করা হল এক জঙ্গিকে। ভারতীয় সেনাবাহিনীর 'ভীমবার গলি ব্রিগেড' গতকাল রাতে অর্থাৎ শুক্রবার নিয়ন্ত্রণরেখার মেন্ধার সেক্টরে এনকাউন্টার চালিয়ে এক সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে। মাদক এবং আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। নিকেশ হওয়া জঙ্গির পরিচয় পাওয়া যায়নি এখনও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us