“বিহারে আবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ সরকার গড়বে”— দাবি ছত্তীসগড়ের উপমুখ্যমন্ত্রীর

“মনোনয়নে জনতার উচ্ছ্বাসই প্রমাণ করে বিহারে এনডিএ-র জয় সুনিশ্চিত” — বললেন অরুণ সাও।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-16 10.36.43 PM

নিজস্ব সংবাদদাতা: ছত্তীসগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও আজ বিহারে একটি নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়ে এনডিএ-র পক্ষে জোরাল দাবি করলেন। তিনি বলেন, “আজ আমি এবং আমার সহকর্মীরা বিহারে গিয়েছিলাম। আমাদের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা নীতিন নবীন-এর মনোনয়নে অংশ নিয়েছি। এছাড়াও মুখ্যমন্ত্রী দুটি ভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়নে অংশ নিয়েছেন।”

অরুণ সাও আরও বলেন, “মনোনয়ন অনুষ্ঠানে এবং তার আগে-পরের জনসভায় জনতার উচ্ছ্বাস, ভিড়, স্পষ্ট করে দিচ্ছে—বিহারে আবারও এনডিএ সরকারই গড়তে চলেছে, তাও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে।”

এনডিএ নেতারা মনে করছেন, বিহারের জনগণ আবারও তাঁদের উপর আস্থা রাখতে চলেছেন। এই জনসমর্থন রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং স্থিতিশীল প্রশাসনের প্রতি মানুষের আস্থারই প্রতিফলন বলে দাবি করেছেন অরুণ সাও।

এদিকে, বিহারের রাজনীতিতে এই মন্তব্য ঘিরে শাসক মহাজোটের তরফে কী প্রতিক্রিয়া আসে, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।