কেটে গেল সমস্ত জট,কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে BJP-JDU ! দেখে নিন বিহার নির্বাচনে কতগুলি আসনে লড়বে কোন দল

দেখুন কিভাবে হতে চলেছে বিহারের আসন বন্টন।

author-image
Debjit Biswas
New Update
modi shah

নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগে এনডিএ (NDA) শিবিরের সবথেকে বড় কাঁটা ছিল আসন বন্টন। কোন দল ঠিক কতগুলি আসনে লড়বে সেই নিয়ে চলছিল যাবতীয় বিচার-বিবেচনা ও নানান জল্পনা। আর আজ অবশেষে সমস্ত রকমের জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ভাবেই আসন বন্টনের যাবতীয় হিসেব-নিকেশ করেই নিল NDA শিবির। আজকের কেন্দ্রীয় কার্যকরণী বৈঠকে, বিহার নির্বাচনের আসন রফাও পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে গেল NDA শিবিরের সমস্ত দলগুলির মধ্যে। আজকের বৈঠকের পর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বিহার নির্বাচনে NDA-র শরিক দলগুলির মধ্যে আসন বন্টন কিছুটা এই অনুপাতে হতে চলেছে :

nitish kumar patna .jpg

BJP - ১০১

JDU - ১০১

LJP - ২৯

RLM - ০৬

HAM - ০৬

অর্থাৎ সমস্ত শরিক দলগুলিকে সাথে নিয়েই ফের একবার বিহারে বাজিমাত করার স্বপ্ন দেখছে গেরুয়া শিবির।