BREAKING: বিশ্ববাসীর সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরব ! এবার গর্জে উঠলেন এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া শুলে

কি বললেন এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া শুলে ?

author-image
Debjit Biswas
New Update
sule.jpg

নিজস্ব সংবাদদাতা : বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগকে এবার দারুনভাবে কাজে লাগাতে চান এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া শুলে। তিনি বলেন,''আমরা সবাই ভারতীয়। এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমার একটি দুর্দান্ত টিম রয়েছে, এবং আমরা সবাই একসাথে মিলে কাজ করছি। আমার সহ-সাংসদরা সকলেই চমৎকার পার্লামেন্টারিয়ান। আমরা বিভিন্ন দেশের কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরব। কারণ ভারতীয় হিসেবে আমরা বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতি চাই।''

file picture