/anm-bengali/media/media_files/QbpbTbX8iozq98QPC1Mg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রেররাজনীতিতেচলমান 'হাইপ্রোফাইলড্রামা'-তেবুধবারনতুনঅধ্যায়সংযোজন হল।মহারাষ্ট্রেরউপ-মুখ্যমন্ত্রীঅজিতপাওয়ার (Ajit Pawar)এবংতাঁরকাকাশরদপাওয়ার (Sharad Pawar)এনসিপিদখলেরলড়াইয়ে লিপ্ত হয়েছেন। দুই গোষ্ঠীর মধ্যে চলছে একে অপরকে আক্রমণের পালা। এরই মাঝে নাম না করে অজিত পাওয়ার ও তাঁর সমর্থকদের উদ্দেশ্য করে কড়া বার্তা দিলেন শরদ পাওয়ার গোষ্ঠীর নেত্রী সুপ্রিয়া সুলে (Supriya Sule)। আঙুল উঁচিয়ে তিনি আজ বুধবার জানিয়েছেন, "আমাদের অসম্মান করুন, কিন্তু বাবা শরদ পাওয়ারকে অপমান করবেন না। এই লড়াই বিজেপি সরকারের বিরুদ্ধে।“ এদিন এনসিপি-র কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে বলেন, “বিজেপি দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল।“
#WATCH | "Disrespect us, but not our father (Sharad Pawar). This fight is against the BJP government. BJP is the most corrupt party in the country," says NCP Working President Supriya Sule, in Mumbai. pic.twitter.com/BxrUYpU6WI
— ANI (@ANI) July 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us