রাজনীতি এবার পাঠ্যপুস্তকে, লেখা চলবে না 'ইন্ডিয়া'

এবার পাঠ্য বইতেও রাজনীতি! তুমুল বিতর্ক।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ এবার স্কুলের পাঠ্যবইতেও ঢুকে গেল রাজনীতি! এবার পাঠ্য পুস্তকেও ইন্ডিয়া বনাম ভারত। ন্যাশনালকাউন্সিলঅবএডুকেশনালরিসার্চঅ্যান্ডট্রেনিং বা এনসিইআরটি কমিটি সমস্ত স্কুল পাঠ্য পুস্তকে ইন্ডিয়ার  পরিবর্তে 'ভারত' শব্দ ব্যবহারের সুপারিশ করেছে।