নকশাল স্মৃতিস্তম্ভ ধ্বংস করে বসানো হল গাছ ! গড়চিরোলিতে শান্তির বার্তা দিল নিরাপত্তা বাহিনী

কি পদক্ষেপ নিল পুলিশ ?

author-image
Debjit Biswas
New Update
crpf.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ নিরাপত্তা বাহিনী এবং গড়চিরোলি পুলিশের একটি যৌথ অভিযানে, মৌজা কাটেগাঁও এবং মর্মা বনাঞ্চলে নির্মিত দুটি নকশাল (Naxal) স্মৃতিস্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, স্মৃতিস্তম্ভ দুটি প্রায় দুই থেকে তিন বছর আগে নকশালরা তৈরি করেছিল। কঠোর নিরাপত্তার মধ্যে কাটেগাঁও এবং মর্মা এলাকার ঘন জঙ্গলের ভেতরে থাকা এই নকশাল স্মারকগুলি ভেঙে দেওয়া হয়। এই স্মৃতিস্তম্ভগুলি ভাঙার পর পুলিশ কর্মীরা ওই স্থানটিতে গাছ লাগান। এই পদক্ষেপের মাধ্যমে পুলিশ শান্তি ও নিরাপত্তার প্রতীকী বার্তা দিতে চেয়েছে।

crpf parade

এই বিষয়ে পুলিশ জানিয়েছে,''এই অঞ্চলে নকশালদের উপস্থিতি এবং তাদের মতাদর্শের প্রতীকগুলিকে নির্মূল করার ক্ষেত্রে এই অভিযানটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অঞ্চলে শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য নিরাপত্তা বাহিনী তাদের অভিযান এবং জনমুখী কার্যক্রম চালিয়ে যাবে।''