ছত্তীসগড়ের কঙ্কেরে এনকাউন্টারে নকশাল নিহত

উদ্ধার অস্ত্র ও ওয়াকি-টকি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
G0fT6rJXAAAYzty

নিজস্ব সংবাদদাতা: থানার পার্টাপুর এলাকার গেদাবেড়া গ্রামের অরণ্যের পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে সংঘর্ষে একজন নকশাল নিহত হয়েছে।

বাস্তার রেঞ্জের আইজি পি. সুন্দররাজ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি .৩০৩ রাইফেল, একটি ওয়াকি-টকি সেট এবং অন্যান্য নকশালি সামগ্রী উদ্ধার করা হয়েছে।