কিষাণ কল্যাণের প্রতি দায়বদ্ধ সরকার! প্রথম তহবিলের ছাড়পত্র দিয়ে বার্তা মোদীর

প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদীর সই করা প্রথম ফাইলটি পিএম কিষাণ নিধি রিলিজ সংক্রান্ত।

author-image
Probha Rani Das
New Update
narendraa modipm.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সই করা প্রথম ফাইলটি পিএম কিষাণ নিধি রিলিজ সংক্রান্ত।

ফাইলে সই করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের সরকার কিষাণ কল্যাণের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ। সুতরাং দায়িত্ব গ্রহণের পর প্রথম যে ফাইলটি সই করা হয়েছে তা কৃষক কল্যাণ সংক্রান্ত। আমরা আগামী দিনে কৃষক ও কৃষি খাতের জন্য আরও কাজ করে যেতে চাই।” 

Add 1