আমাদের মসজিদে, আমাদের দরগায় গুলি চালাচ্ছেন মোদি ! বিস্ফোরক মন্তব্য করলেন আসাদউদ্দিন ওয়াইসি

ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে, এবং মিম পার্টি এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার সরব হচ্ছে ।

author-image
Debjit Biswas
New Update
s

নিজস্ব সংবাদদাতা : আজ ওয়াকফ বিলের বিরোধীতা করতে গিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, "আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (AIMPLB) নির্দেশে কালো ব্যান্ড পরে প্রতিবাদ করছি। এই ওয়াকফ বিলের মাধ্যমে নরেন্দ্র মোদি আমাদের বুকে, আমাদের মসজিদে, আমাদের দরগায় গুলি চালাচ্ছেন।"

Asaduddin Waisi edit.jpg

তিনি প্রশ্ন তোলেন, "যখন হিন্দু মন্দির কমিটিগুলিতে শুধু হিন্দু সদস্য থাকতে পারে, তখন ওয়াকফ বোর্ডে একজন অমুসলিম সদস্য কীভাবে থাকতে পারেন? যখন গুরুদ্বারার পরিচালনায় শুধুমাত্র শিখ সদস্যরা থাকতে পারেন, তখন এখানে কেন অমুসলিম সদস্য রাখা হবে? এটা কেমন ন্যায়বিচার?"