দিল্লিতে নেমেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে ফোন করলেন নরেন্দ্র মোদি ! জেনে নিন কি আলোচনা হল

কেন মুখ্যমন্ত্রীকে ফোন করলেন মোদি ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে বিধ্বস্ত পাঞ্জাব রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য, আজ দিল্লিতে নেমেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সরকারের সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী পাঞ্জাবকে সমস্ত ধরনের সহায়তা ও সমর্থনের আশ্বাস দিয়েছেন। 

Bhagwant Mann 1.jpg

সাম্প্রতিক কালে ভারী বৃষ্টিপাত এবং এর ফলে সৃষ্ট বন্যায় পাঞ্জাব রাজ্যের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র রাজ্য সরকারের পাশে আছে, এই বার্তা দিতেই প্রধানমন্ত্রী দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। জানা গেছে, দুই নেতাই রাজ্যের বর্তমান পরিস্থিতি, ত্রাণ ও উদ্ধারকার্য এবং বন্যা কবলিত মানুষের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।