New Update
/anm-bengali/media/media_files/pOxeJNmQOqNxjlqPG6an.png)
নিজস্ব সংবাদদাতা - এবার অপারেশন সিঁদুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরও একবার সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''অপারেশন সিঁদুর সন্ত্রাসদমনের ক্ষেত্রে ভারতের এক নতুন অস্ত্র। ঠিক যেমন সন্ত্রাসীরা সার্জিক্যাল স্ট্রাইক-কে ভয় পায়, যেমন এয়ার স্ট্রাইক-কে ভয় পায়, তেমন ভাবেই এবার অপারেশন সিঁদুর-কেও ভয় পাবে। এটাই সন্ত্রাসবাদের ক্ষেত্রে এটাই এবার থেকে 'নিউ নর্মাল'।
এরপর তিনি বলেন,''পৃথিবীর কোনও শক্তি যদি ভাবে নিউক্লিয়ার শক্তি দিয়ে ভারতকে ভয় দেখাবে, তাহলে আমি তাদেরকেও বলে রাখতে চাই যে, ভারত নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং-কেও ভয় পাবে না।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us