New Update
/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার স্বাধীনতা দিবসের ভাষণের জন্য দেশের সাধারণ মানুষকে নিজের নিজের চিন্তাধারা ও পছন্দের বিষয় জানানোর আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি এই বিষয়ে লেখেন,''এই বছরের স্বাধীনতা দিবস এগিয়ে আসছে। আমি আমার প্রিয় ভারতবাসীর কাছ থেকে শুনতে চাই যে, আপনারা কোন কোন বিষয় বা চিন্তাভাবনা চান যা এবারের স্বাধীনতা দিবসের ভাষণে উঠে আসুক ?"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/QPAlwGsiii2oHtUjPWAh.jpg)
তিনি আরও জানান,''দেশের নাগরিকরা MyGov পোর্টাল এবং NaMo App-এর ওপেন ফোরামে গিয়ে তাঁদের মতামত জানাতে পারবেন।'' এই টুইটের মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবন, উন্নয়ন, প্রযুক্তি, যুবসমাজ, কৃষি, পরিবেশ, আত্মনির্ভর ভারত এরকম যেকোনও একটি বিষয় নিয়ে মতামত জানাতে উৎসাহ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us