মোদীর সঙ্গে নীতিশ কুমার! লোকসভা ভোটের খেলা ঘুরিয়ে দিল জি-২০

ভারত না ইন্ডিয়া? এই নিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে রয়েছে। এরই মাঝে এক ছবি গোটা দেশবাসীর নজর কাড়ল।

author-image
SWETA MITRA
New Update
modi nitishs.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারত বনাম ইন্ডিয়া নিয়ে কেন্দ্র ও বিরোধী দলগুলির মধ্যে চরম সংঘাত অব্যাহত রয়েছে। এই সংঘাতের মাঝে ভারতমন্ডপেরাষ্ট্রপতিরদেওয়ানৈশভোজেরএকটিআকর্ষণীয়ছবিসামনেএসেছে।প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)-কেমার্কিনপ্রেসিডেন্টবাইডেনেরসাথেনীতীশকুমারের (Nitish Kumar) পরিচয়করিয়েদিতেদেখাগেছে।তাঁরসঙ্গেরয়েছেনরাষ্ট্রপতিদ্রৌপদীমুর্মুএবংঝাড়খণ্ডেরমুখ্যমন্ত্রীহেমন্তসোরেন।বেশকয়েকজনবিরোধীমুখ্যমন্ত্রীদেরবিরোধিতাসত্ত্বেওনীতীশকুমারজি-২০নৈশভোজেঅংশনিয়েছিলেন। যা সকলের নজর কেড়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি খেলা ঘুরে যাবে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে?