মোদি-শাহ এবার মনরোগ বিশেষজ্ঞ! দাবি সাংসদের

'কেন তারা বিজেডি, পবন কল্যাণ বা টিডিপির পিছনে দৌড়াচ্ছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aaaaaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে এবার জোরালো মন্তব্য করল হাত শিবির। একেবারে সরাসরি আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।

cng jairam .jpg

এদিন তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ মনস্তাত্ত্বিক যুদ্ধের বিশেষজ্ঞ। তারা একদমই মনের রোগ ধরতে পারেন না। তারা ভালো মার্কেটিং করতে পারেন, কিন্তু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার জানেন না। তারা যদি ৩৭০টি আসন লোকসভা নির্বাচনে সত্যিই অতিক্রম করতে পারে, তাহলে কেন তারা বিজেডি, পবন কল্যাণ বা টিডিপির পিছনে দৌড়াচ্ছেন। অতএব নিজেদের প্রতি নিজেরাই কনফিডেন্স নয়। তাছাড়া ২০০৩ সালে আমরাও খারাপ ফল করেছিলাম, কিন্তু ২০০৪ সালে আমাদের সরকারই গঠন হয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর জাদু সেখানে চলেনি। কে বলতে পারে ‘বিশ সাল বাদ’ কি ঘটবে!”

modi shaha.jpg

Add 1

স্ব

স