দিল্লিতে ‘নামো রান’ কর্মসূচির শুভসূচনা- রইল ভিডিও

সড়ক নিরাপত্তা ও ফিটনেসের বার্তা নিয়ে পথচলা শুরু।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-16 9.07.42 AM

নিজস্ব সংবাদদাতা: নয়াদিল্লিতে আজ ‘সংসদ খেল মহোৎসব ২০২৫– পূর্ব দিল্লি’-র অন্তর্গত নামো রান কর্মসূচির শুভসূচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। যমুনা স্পোর্টস কমপ্লেক্স, সুরজমল বিহারে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল রাস্তা নিরাপত্তা সম্পর্কে নাগরিকদের আরও সচেতন করা এবং ফিটনেসের বার্তা পৌঁছে দেওয়া।

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন এবং জানান যে নিরাপদ রাস্তা ও সুস্থ জীবনযাপনের প্রচারে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বয়সের বহু মানুষ আজকের দৌড়ে অংশ নেন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।