রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠার দিন শিশু জন্মাবে আপনার? কী রাখবেন নাম?

২২ জানুয়ারি ভগবান শ্রীরামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই সন্তানদেরও ঈশ্বরের নামে নামকরণ করা গেলে শাস্ত্র বলছে সেটা শুভ। কী কী নাম রাখা যায় পুত্র বা কন্যার?

author-image
Anusmita Bhattacharya
New Update
baby7

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ২২ জানুয়ারি, ২০২৪-এ অযোধ্যায় অবস্থিত রাম মন্দিরে রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এই দিনে যে শিশুরা জন্মগ্রহণ করবে, ভগবান রাম সেখানেই আগমন করতে পারেন। ২২ জানুয়ারি গর্ভবতী মহিলারা বার বার তাঁদের ডাক্তারদের কাছে তাঁদের প্রসবের জন্য অনুরোধ করে চলেছেন। এমন পরিস্থিতিতে, যাঁরা ২২ জানুয়ারি ছেলে বা মেয়ের জন্ম দেবেন তাঁরা এই নামগুলির বিষয়ে ভেবে দেখতে পারেন।

২২ জানুয়ারি জন্মগ্রহণকারী শিশুদের নাম এমন ভাবে রাখা উচিত যাতে এটি শিশুর জীবনে প্রভাব ফেলতে পারে। এই দিনে জন্ম নেওয়া সন্তানের নাম ‘ভি’ অক্ষর দিয়ে রাখা খুবই শুভ। এছাড়া পুত্রের নাম রাখা যেতে পারে রাঘব, রাজীব, কৌশলেন্দ্র, সীতাপতি, রঘুবীর, রঘুপতি, পুরুষোত্তম, রামচন্দ্র, লব, কুশ, বৈকুণ্ঠ। লক্ষ্মীর মতো কন্যা এলে বৈদেহী, জানকী, প্রিয়া, সীতা, সিয়া, ভূমিজা এবং জনকসুতা নাম রাখতে পারেন।