/anm-bengali/media/media_files/2025/11/05/screenshot-2025-11-05m-2025-11-05-21-44-43.png)
নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হরিয়ানার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া ক্রমেই তীব্র হচ্ছে। এবার কড়া ভাষায় জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেন, “নির্বাচন কমিশন বারবার তাঁকে তলব করছে, যাতে তিনি নিজের অভিযোগের প্রমাণ দেন। কিন্তু না, রাহুল গান্ধী যেতে চান না। তাঁর উদ্দেশ্য শুধুই দেশকে বদনাম করা, তরুণদের উত্তেজিত করা, এবং দেশে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করা।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/05/screenshot-2025-11-05-9pm-2025-11-05-21-38-02.png)
নাড্ডা আরও বলেন, “দেশের যুবসমাজ সত্য জানে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আছে—দেশের উন্নয়নের সঙ্গে, অগ্রগতির সঙ্গে। একদিকে রাহুল গান্ধী আছেন, যিনি দেশের গণতন্ত্র ও সংবিধানকে অপমান করতে ব্যস্ত। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, যিনি বিশ্বের বৃহত্তম অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছেন।” বিজেপি সভাপতির দাবি, “১১ বছরে প্রধানমন্ত্রী মোদী ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমার ওপরে তুলেছেন। আজ ভারত ও বিহার উভয়ই উন্নয়নের পথে এগিয়ে চলেছে।”
#WATCH | On Lok Sabha LoP Rahul Gandhi's claims of vote rigging in Haryana elections, BJP National President Jagat Prakash Nadda says, "... The Election Commission repeatedly summons him to prove his allegations. But no, if he doesn't want to go. He won't present his case before… https://t.co/kJXHjJiWlWpic.twitter.com/BBSbw2zoBC
— ANI (@ANI) November 5, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us