New Update
/anm-bengali/media/media_files/litOhpvUICQby2tb8SJT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এদিকে এই নিম্নচাপের কারণে দফায় দফায় বৃষ্টি হচ্ছে বাংলা ও ওড়িশাজুড়ে। কার্যত ভারী বৃষ্টিতে ধেয়ে এই দুই রাজ্য। এদিকে ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) সতর্কতার পরিপ্রেক্ষিতে বালাঙ্গির জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি আজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন কালেক্টর ও ডিএম। IMD জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী ৪৮ ঘণ্টায় ওড়িশায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
Odisha | In view of the heavy rainfall alert, all government and private schools and Anganwadis in Balangir district will remain closed today, says Collector & DM.
— ANI (@ANI) August 2, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us