ভারী বৃষ্টির চোখ রাঙানি, সব বন্ধ করে দেওয়া হল রাজ্যে

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বুধবার বেশ কয়েকটি রাজ্যে সপ্তাহের বাকি অংশের জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী ৪৮ ঘণ্টায় ওড়িশায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

author-image
SWETA MITRA
New Update
HEAVY RAIN.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এদিকে এই নিম্নচাপের কারণে দফায় দফায় বৃষ্টি হচ্ছে বাংলা ও ওড়িশাজুড়ে। কার্যত ভারী বৃষ্টিতে ধেয়ে এই দুই রাজ্য। এদিকে ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) সতর্কতার পরিপ্রেক্ষিতে বালাঙ্গির জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি আজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন কালেক্টর ও ডিএম। IMD জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী ৪৮ ঘণ্টায় ওড়িশায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।