New Update
/anm-bengali/media/media_files/v0HPwhqLgvzOeto1Jtgs.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ লোকসভার কক্ষের ভেতর দুজন হঠাৎ করে পেছন থেকে ঝাঁপ দেয়। বাইরেও দুজন দিয়েছে স্লোগান, দেখিয়েছে বিক্ষোভ।নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে তাদেরকে প্রবেশাধিকার দিয়েছে কে? এবার সামনে এল তাদের অনুমতি পত্র। মহীশুরের সাংসদের পাশ নিয়ে সংসদের কক্ষে প্রবেশ করেছিল সাগর শর্মা। সেই পত্রের ছবি এসেছে সামনে। জানা গেছে যে মহীশুরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা এই অনুমতি পত্রে স্বাক্ষর করেছিলেন।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us