/anm-bengali/media/media_files/cfRO9OIbbl0mbN1bCw5A.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে ১৬ বছরের এক নাবালিকাকে। জন্মদিনের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে ৪০ থেকে ৫০ বার নৃশংস ভাবে ছুরিকাঘাত করে নাবালিকার মৃত্যু নিশ্চিত করেছে তার বয়ফ্রেন্ড। এই বিষয়ে সরব হয়েছেন, ডিসিডব্লিউ প্রধান স্বাতি মালিওয়াল। তিনি আজ নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি জানিয়েছেন, নাবালিকার পরিবারের তরফে দোষীর মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে। স্বাতি মালিওয়াল বলেছেন, "নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছি। তার বাবা-মা এখন খুব খারাপ অবস্থায় আছেন। তাদের একটাই দাবি, আগামী ছয় মাসের মধ্যে দোষীর মৃত্যুদণ্ড দিতে হবে। আমাদেরও একই দাবি রয়েছে এবং আমরা তার (ভুক্তভোগীর) ন্যায়বিচারের জন্য লড়াই করব"।
#WATCH | "I met with the victim's family. Her parents are in a very miserable condition right now. They have only one demand that the accused should be given a death sentence within the next six months. We also have the same demand and we will fight for her (the victim's)… pic.twitter.com/UlHIbKU6GD
— ANI (@ANI) May 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us