/anm-bengali/media/media_files/HAc967U6eTLLdG1iNKmW.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার প্রাণনাশের হুমকি পেলেন শিল্পপতি রতন টাটা। হুমকি বার্তা এল মুম্বই পুলিশের কাছে। এদিন মুম্বই পুলিশের কাছে একটি নম্বর থেকে ফোন আসে। আর সেখানে বলা হয়, “রতন টাটার নিরাপত্তা বাড়ান, অন্যথায় তিনিও সাইরাস মিস্ত্রি হয়ে যাবেন”।
এহেন হুমকি ফোন পেতেই অবশ্য তড়িঘড়ি ব্যবস্থা নেয় মুম্বই পুলিশ। ওই ফোন নম্বর ট্র্যাক করে অবিলম্বে কল লোকেশন ট্র্যাক করে ফেলে তারা। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফোন করা ব্যক্তি পুনের বাসিন্দা এবং সিজোফ্রেনিয়ায় ভুগছেন। যেহেতু সে মানসিকভাবে অসুস্থ, তাই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেনি মুম্বাই পুলিশ। তবে শিল্পপতির নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।
Maharashtra | Mumbai Police received a threatening call regarding industrialist Ratan Tata in which the caller claimed, “increase the security of Ratan Tata otherwise he too will become Cyrus Mistry.” The police immediately sprung into action and during interrogation, the police…
— ANI (@ANI) December 16, 2023
উল্লেখ্য, গত বছর ৪ সেপ্টেম্বর মারাত্মক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। তাঁর মৃত্যু নিয়ে রহস্য ছিলই, কিন্তু এদিনের এই ফোন কল যেন সেই রহস্যকেই আরও ঘনীভূত করল।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us