২০ বছর আগে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ,ভুয়ো পাসপোর্ট বানিয়ে কুয়েতে চাকরি ! মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার ইকলজ মোল্লা

কে এই ইকলজ মোল্লা ?

author-image
Debjit Biswas
New Update
arrested a

নিজস্ব সংবাদদাতা : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এবং জাল ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগে আজ এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। এই ধৃতের নাম ইকলজ মোল্লা, যিনি প্রায় ২০ বছর আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ইকলজ মোল্লা প্রায় ২০ বছর আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ২০১৪ সালে ভুয়ো নথি ব্যবহার করে তিনি একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। এই জাল পাসপোর্ট ব্যবহার করেই তিনি প্রায় ১১ বছর কুয়েতে কাজ করেছেন।

arrested 123

পুলিশের তদন্তে আরও জানা গেছে, কুয়েত থেকে উপার্জিত অর্থ ব্যবহার করেই ইকলজ মোল্লা পশ্চিমবঙ্গের কলকাতায় বেশকিছু সম্পত্তিও কিনেছিলেন। গ্রেপ্তার হওয়ার আগে তিনি তাঁর পরিবারকে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছিলেন। 

এই বিষয়ে মুম্বই পুলিশ আরও তদন্ত চালিয়ে চলেছে।