/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ হিমাচল প্রদেশের মান্ডি জেলায় হঠাৎ একাধিক ফ্ল্যাশ ফ্লাডের ঘটনা ঘটেছে। জেলার পানার্সা, তাকোলি ও নগওয়াইন এলাকায় এই জলপ্রবাহ নেমে আসে। ঘটনাগুলি ঘটেছে চণ্ডীগড়–মানালি জাতীয় সড়কের মান্ডি–কুলু অংশে, যার ফলে জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
মান্ডি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সচিন হিরেমাথ জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ জল নেমে আসায় জাতীয় সড়কের একাধিক স্থানে যান চলাচল ব্যাহত হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তৎপরতা শুরু হয়েছে।
এদিকে সড়ক অবরুদ্ধ থাকায় মানালি ও কুলুর সঙ্গে মান্ডির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পর্যটক ও স্থানীয় যাত্রীরা সমস্যায় পড়েছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দ্রুত রাস্তা পরিষ্কার করার কাজ চলছে।
গত কয়েক দিনে হিমাচল প্রদেশে লাগাতার বৃষ্টি চলার ফলে পাহাড়ি এলাকায় বারবার ভূমিধস ও ফ্ল্যাশ ফ্লাডের ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের মতে, অনবরত বৃষ্টির কারণে পাহাড়ি নদী-খালগুলিতে জলস্তর দ্রুত বাড়ছে এবং এর ফলেই হঠাৎ বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে এবং জাতীয় সড়কে অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি, উদ্ধারকারী দল ও হাইওয়ে কর্তৃপক্ষ একযোগে কাজ করছে যাতে দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা যায়।
Himachal Pradesh | Multiple flash flood incidents reported today in Mandi district at Panarsa, Takoli and Nagwain areas along the Mandi–Kullu stretch of the Chandigarh–Manali National Highway. Connectivity on the highway has been blocked at several points. There has been no…
— ANI (@ANI) August 17, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us