মুফতির মন্তব্য নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন নকভি?

পরিবারগুলি এর নির্মূল নিয়ে কিছুটা চিন্তিত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Mukhtar Abbas Naqvi j1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির সন্ত্রাসী বিস্ফোরণ নিয়ে পিডিপি প্রধান মেহবুবা মুফতির বক্তব্যের এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি। এদিন তিনি বলেন, “সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের সাহায্যে ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠা দল, রাজনৈতিক গোষ্ঠী বা পরিবারগুলি এর নির্মূল নিয়ে কিছুটা চিন্তিত। সম্ভবত তারা এটি পছন্দ করে না, তাই তারা এই সন্ত্রাসবাদীদের এবং তাদের নেতাদের জন্য প্রক্সি মুখপাত্রের ভূমিকা পালন করে চলেছে। যখন জাতীয় নিরাপত্তার কথা আসে, তখন আপনার সুর সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিতকারী শক্তিগুলির মতো বলে মনে হয়”।

mehbooba muftit1.jpg