‘বিরোধীরা নিজেদের ভুল গুলো বুঝুক’, চায়ছেন সাংসদ

গঠনমূলকভাবে চিন্তাভাবনা প্রকাশ করা উচিত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
456675-pti06272024000172b

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংসদে শীতকালীন অধিবেশন নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গি। এদিন তিনি বলেন, “গতকাল, প্রধানমন্ত্রী মোদী বিরোধী নেতাদের একটি আয়না দেখিয়েছেন এবং সাংসদদের পরামর্শ দিয়েছেন যে আমাদের লোকসভা এবং রাজ্যসভায় গঠনমূলকভাবে কাজ করা উচিত, এবং যেখানেই আলোচনা হয়, আমাদের গঠনমূলকভাবে চিন্তাভাবনা প্রকাশ করা উচিত। কিন্তু তা হয়নি। বিহারের ফলাফলের পর, বিরোধী দলগুলির আত্মসমালোচনা করা উচিত ছিল এবং শেখা উচিত ছিল যে যদি তারা সংসদে ভিত্তিহীন বিষয় উত্থাপন করে, হট্টগোল করে, তাহলে ফলাফল বিহারে যা ঘটেছিল তার মতোই হবে”।