নিজস্ব সংবাদদাতা : হরিয়ানায় মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেন, "এখন বিজেপি কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী মোদী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
/anm-bengali/media/media_files/wRSFpxAMqBxEAdzZ2QxY.jpg)
২০৪৭ সালে আমরা ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করব। সমস্ত কর্মীকে আজ থেকেই একত্রিত হতে হবে। এই নির্বাচনে ৪০০ টির বেশি আসন পাওয়ার জন্য আমাদের লড়াই করতে হবে।"
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
বিশ্বের এক নম্বর দেশে পরিণত হতে কত দেরি ভারতের! জানালেন মন্ত্রী
মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেন, "এখন বিজেপি কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী মোদী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০৪৭ সালে আমরা ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করব।"
নিজস্ব সংবাদদাতা : হরিয়ানায় মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেন, "এখন বিজেপি কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী মোদী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
২০৪৭ সালে আমরা ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করব। সমস্ত কর্মীকে আজ থেকেই একত্রিত হতে হবে। এই নির্বাচনে ৪০০ টির বেশি আসন পাওয়ার জন্য আমাদের লড়াই করতে হবে।"