/anm-bengali/media/media_files/TEDPvFX56PtxpVZ1epVr.jpg)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশে জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। একদিকে যেমন বিজেপির তাবড় তাবড় নেতারা জনসভা করছেন, অন্যদিকে পিছিয়ে নেই কংগ্রেস। বুধবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বুধবার জনসভা করেন। সেখানে তিনি কংগ্রেসের তরফে মধ্যপ্রদেশের বাসিন্দাদের একগুচ্ছ প্রতিশ্রুতি দেন।
বুধবার জনসভা থেকে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, 'মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।' কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, রাজ্যে ক্ষমতায় এলে সিলিন্ডার পিছু দাম ৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও প্রতি বাসিন্দাদের ১০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ছাড় দেওয়া হবে। এছাড়াও প্রতি মাসে ৩০০০ টাকা বেকার ভাতা দেওয়া হবে। প্রতিযোগিতা মূলক কোনও পরীক্ষায় ক্ষেত্রে শুল্ক নেওয়া হবে না বলেও কংগ্রেসের তরফে ছাড় দেওয়া হয়েছে।
मध्य प्रदेश से कांग्रेस का वादा
— Congress (@INCIndia) November 15, 2023
🔹 महिलाओं को हर महीने 1500 रुपए
🔹 500 रुपए में गैस सिलेंडर
🔹 100 यूनिट बिजली माफ, 200 यूनिट बिजली हाफ
🔹 पुरानी पेंशन लागू होगी
🔹 हर महीने 3000 रुपए बेरोजगारी भत्ता
🔹 किसानों का कर्ज माफ होगा
🔹 MSP की गारंटी: गेंहू के लिए 2600 रुपए
🔹… pic.twitter.com/O2XqyQVhUB
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us