২০২৬-এর আগেই নস্যাৎ হবে নকশাল! মধ্যপ্রদেশে ১০ নকশালের আত্মসমর্পণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মধ্যপ্রদেশে নকশাল দমনে বড় সাফল্যের দাবি মুখ্যমন্ত্রী মোহন যাদবের। দিণ্ডোরি, মাণ্ডলা নকশালমুক্ত, বালাঘাটেও মিলছে সাফল্য। আজই আত্মসমর্পণ করল ১০ নকশাল।

author-image
Tamalika Chakraborty
New Update
mp CM a

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকনির্দেশনায় রাজ্যে নকশাল দমনে বড় সাফল্য মিলছে। তাঁর দাবি, দু’বছর আগেও রাজ্যের তিনটি জেলা পুরোপুরি নকশাল-প্রভাবিত ছিল। কিন্তু গত বছর দিণ্ডোরি ও মাণ্ডলাকে নকশালমুক্ত করা হয়েছে। এবার বালাঘাটেও সাফল্য মিলছে বলে জানান তিনি।

মোহন যাদব বলেন, রাজ্যে বহু পুরস্কৃত নকশাল আত্মসমর্পণ করেছেন। আজই আরও ১০ জন নকশাল আত্মসমর্পণ করেছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, এই অভিযান চলতে থাকবে, এবং তিনি নিশ্চিত—২০২৬ সালের জানুয়ারির মধ্যেই নকশাল দমন অভিযানে সম্পূর্ণ সফল হবে মধ্যপ্রদেশ।

mao leaders

রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি, নকশালদের আত্মসমর্পণে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার বলে জানা গেছে।