BREAKING: বকাঝকা করেছিলেন মালকিন ! মা ও ছেলেকে কুপিয়ে খুন করলো গৃহকর্মী

ভয়াবহ খুনের ঘটনা ঘটলো দিল্লিতে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সামান্য একটু বকাঝকা করার অপরাধেই এবার বাড়ির গৃহকর্মীর হাতে খুন হতে হল মা ও ছেলেকে। আজ দিল্লির লাজপত নগর-১ এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক খুনের ঘটনায়,উত্তাল হয়ে গিয়েছে সমগ্র দিল্লি। এই খুনের ঘটনায়, আজ বাড়ির ভিতর থেকেই উদ্ধার করা হয়েছে ৪২ বছরের রুচিকা এবং তার ১৪ বছরের ছেলে কৃষের মৃতদেহ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছুদিন আগেই বাড়ির গৃহকর্মীকে রুচিকা বকাঝকা করেছিলেন। সেই কারণেই ক্ষিপ্ত হয়ে গৃহকর্মী তাদের হত্যা করে দেয়। এই কথাটি পুলিশের কাছে স্বীকারও করেছে সেই গৃহকর্মী। পুলিশ সূত্রে জানা গেছে,''গৃহকর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।''

Murder