আরও প্রাণ যাতে না হারায়—সেনা ভাঙল ক্যান্টনমেন্টের দেওয়াল! শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান!

ভারতীয় সেনা ও কোস্ট গার্ড মিলিয়ে সাত শতাধিক কর্মী উদ্ধার কাজ শুরু করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
gujarat flight clash


নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও কোস্ট গার্ড। ডিফেন্স PRO জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে সেনাবাহিনী নিজেই আহমেদাবাদ সেনাছাউনির সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে, যাতে বিকল্প পথ তৈরি করে দ্রুত উদ্ধারকাজ চালানো যায়।

air india plane crash

এই মুহূর্তে সিভিল এলাকার দিক থেকে দুর্ঘটনাস্থলের দিকে একটি সরু রাস্তা ছাড়া তেমন প্রবেশপথ নেই। তাই সেনাবাহিনীর তরফে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়।

বর্তমানে ভারতীয় সেনা ও কোস্ট গার্ড মিলিয়ে ৭০০-রও বেশি কর্মী উদ্ধারকাজে যুক্ত রয়েছেন। আগুন নেভানো, আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া, ধ্বংসস্তূপ সরানো সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ চলছে জোরকদমে।