শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, এবার সেখানেই বিরোধীদের প্রশ্নবাণের মুখোমুখি হবেন মোদী

লোকসভা-রাজ্যসভা দুই কক্ষেই শুরু হবে অধিবেশন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
New-Parliament-Building-ezgif.com-avif-to-jpg-converter

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। লোকসভা-রাজ্যসভায় শুরু হবে অধিবেশন। চলবে ১২ আগস্ট ২০২৫ পর্যন্ত।

এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, “বিশেষ অধিবেশন থেকে মনোযোগ সরাতে সরকার হঠাৎ করে সংসদের বর্ষাকালীন অধিবেশন ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী বিশেষ অধিবেশন থেকে পালাতে পারেন, কিন্তু তিনি বর্ষাকালীন অধিবেশন থেকে পালাতে পারবেন না”।

jairamnew

“পার্লামেন্ট অধিবেশন সবসময় কয়েক দিন আগে ঘোষণা করা হয়, হয়তো এক সপ্তাহ বা দশ দিন আগে। এই অধিবেশন ৪৭ দিন আগে ঘোষণা করা হয়েছে। ভারতের সংসদীয় ইতিহাসে এর আগে কখনও ৪৭ দিন আগে কোনও অধিবেশন ঘোষণা করা হয়নি। পাহেলগাঁও সন্ত্রাসী হামলা, সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা হওয়া, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে 'মোদীর আত্মসমর্পণ' এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি অব্যাহত রেখেছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের দলগুলি। এছাড়াও ভারত ও পাকিস্তানের মধ্যে হাইফেনেশন, চিন ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক এবং আমাদের কূটনীতি ও আমাদের বিদেশনীতির ব্যর্থতা; এগুলোই আসল বিষয়। যা নিয়েও আলোচনার প্রয়োজন রয়েছে।