/anm-bengali/media/media_files/xqiXoi7QrzwkqXX1oybD.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন,''নির্বাচন কমিশন যে নতুন নিয়ম এনেছে, তার আসল লক্ষ্য হল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এই নিয়মে সাধারণ মানুষকে আবার তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। শুধু আধার কার্ড মানা হবে না। নিজের জন্ম শংসাপত্র ছাড়াও,মা-বাবার জন্ম শংসাপত্রও জমা দিতে হবে।''
এরপর তিনি আরও বলেন,''যেসব পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন, তারা যদি দুই-তিন মাসের মধ্যে সব কাগজপত্র জমা দিতে না পারেন, তাহলে তাঁদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে এবং তখন আর কোনও শেষ সুযোগও দেওয়া হবে না। তাঁদের আবার নতুন করে আবেদন করতে হবে। তাই তৃণমূল কংগ্রেস এই নিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে।''
#WATCH | Nadia | On Election Commission of India, TMC MP Mahua Moitra says, "The main goal of the Election Commission's new amendment rules brought on ahead of the Bihar assembly elections is the 2026 Bengal assembly elections... The citizens of India will have to prove their… pic.twitter.com/whEFKEiKcC
— ANI (@ANI) July 6, 2025