/anm-bengali/media/media_files/2025/03/16/EoWJP2pvZZX8RkolQ11Z.png)
নিজস্ব সংবাদদাতা : দেশের জন্য আত্মত্যাগ করা এক পুলিশকর্মীর পরিবারকে সাহায্য করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত (শহিদ) ওই পুলিশকর্মীর ভাইকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
তিনি জানান, ''মাওবাদী হানায় শহিদ হওয়া এক বীর পুলিশকর্মীর পরিবারের প্রতি সংহতি জানিয়ে তাঁর ভাইকে রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরি দেওয়া হবে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/0tXLBb6t6qzvI6zzg4gO.jpg)
মুখ্যমন্ত্রী বলেছেন, ''ওই পুলিশকর্মী মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের সময় নিজের কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারান। রাজ্য সরকার এই বীর শহিদের পরিবারকে সমস্ত রকম সহায়তা প্রদান করতে অঙ্গীকারবদ্ধ।''
সরকারের এই সিদ্ধান্ত শহিদ পুলিশকর্মীর পরিবারের জন্য আর্থিক ও সামাজিক সুরক্ষার একটি পদক্ষেপ এবং পুলিশ বাহিনীর মনোবল চাঙ্গা করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
VIDEO | Madhya Pradesh CM Mohan Yadav (@DrMohanYadav51) announces government job for brother of MP policeman killed in encounter with Naxalites. #MadhyaPradesh
— Press Trust of India (@PTI_News) November 19, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/Xiw0Lz5qP9
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us