এবার রাম মন্দিরে পতাকা ওড়াব ! ঐতিহাসিক মুহূর্তে বড় দাবি করলেন RSS প্রধান মোহন ভাগবত

কি বড় দাবি করলেন RSS প্রধান মোহন ভাগবত ?

author-image
Debjit Biswas
New Update
u7clpod_mohan-bhagwat-_625x300_26_November_24

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণ এবং উদ্বোধনের বিষয়ে এক আবেগপূর্ণ মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, 'এবার রাম মন্দিরে পতাকা ওড়ানো হবে' ('Ab Ram Mandir par jhanda fehrane wale hain')। এই মন্তব্যটি রাম মন্দির আন্দোলনের ঐতিহাসিক সাফল্যের একটি প্রতীকী উদযাপন।

RSS-Chief-Bhagwat-Meets-PM-Modi-After-Pahalgam-Terror-Attack

আরএসএস প্রধানের এই মন্তব্য অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আন্দোলনের দীর্ঘ লড়াই এবং সেই সংগ্রামের সফল সমাপ্তির ইঙ্গিত বহন করে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং তাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর, মোহন ভাগবতের এই বক্তব্য জাতীয় জীবনে সেই ঐতিহাসিক মুহূর্তের গুরুত্বকে পুনরায় তুলে ধরল।