“নারীশক্তিকে চ্যালেঞ্জ? সর্বনাশ ডেকে এনেছে পাকিস্তানি জঙ্গিরা”— মোদীর হুঁশিয়ারি

জঙ্গিদের কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
PM Modi  in bhopal

নিজস্ব সংবাদদাতা: ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা— পহেলগাঁওয়ে হামলার প্রসঙ্গে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোপালে ‘মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা শুধু রক্তপাতই করেনি, তারা আমাদের সংস্কৃতির ওপর আঘাত করেছে। সমাজে বিভাজন তৈরি করতে চেয়েছে। তারা ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছিল, আর সেই চ্যালেঞ্জই তাদের জন্য সর্বনাশ ডেকে এনেছে।”

Kashmir terrorists attacks

এই বক্তব্য রাখেন মোদী রানী অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। তিনি নারীশক্তির উদাহরণ টেনে বলেন, দেশের নারীরা শুধু ঘর সামলায় না, দেশের মর্যাদা রক্ষায়ও ভূমিকা নেয়। পহেলগাঁওয়ে যে নারীরা স্বামীদের হত্যা হতে দেখেছেন, তাদের ধৈর্য ও শক্তিকে সম্মান জানানো হয় মোদীর ভাষণে।