মুখে চওড়া হাসি, মঞ্চে দাঁড়িয়ে গামছা দোলালেন মোদী! দেখুন ভিডিও

কেন এমন করলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-11-20 122304

নিজস্ব সংবাদদাতা: ফের বিহারে নীতিশ সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাটনার গান্ধী ময়দানের অনুষ্ঠান শেষে মঞ্চেই নিজের স্বাক্ষর 'গামছা' দুলিয়ে বিহারের মানুষের প্রতি ধন্যবাদ জানান।

এনডিএ বিহারের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৪৩টিতে ২০২টি আসন নিয়ে ক্ষমতায় ফিরে এসেছে।

modi