নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলেন ডুব। হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে করলেন জপ। সূর্যদেবতার উদ্দেশ্যে জল অর্পণ করলেন। পরনে লাল সোয়েটার।