‘দেশের শিশুদের প্রতি আমরা যত্নশীল’, কংগ্রেসকে নিশানা করে বললেন মোদী

'গেমিং খারাপ নয়, জুয়া খারাপ'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-04 at 22.00.40

File Picture

নিজস্ব সংবাদদাতা: অনলাইন গেমিং বিল নিয়ে জনসমক্ষে এবার প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, "বৃহৎ শক্তিগুলো কখনোই চায়নি যে এই ধরনের আইন প্রণয়ন করা হোক এবং জুয়া নিষিদ্ধ করা হোক। কিন্তু আমাদের সরকারের রাজনৈতিক ইচ্ছাশক্তি আছে এবং তারা দেশের শিশুদের প্রতি যত্নশীল। তাই, কারো চাপের কাছে নতি স্বীকার না করে বা মানুষ কী ভাববে তা না ভেবে, আমরা অনলাইন গেমিং নিষিদ্ধ করেছি। আমি আপনাদের সকল শিক্ষকদেরও অনুরোধ করব শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে সচেতনতা তৈরি করুন। গেমিং খারাপ নয়, জুয়া খারাপ"।

WhatsApp Image 2025-09-04 at 21.23.22