মোদী না রাহুল মানুষের পছন্দে কে? চমকে দেওয়া ফলাফল

প্রধানমন্ত্রী হিসাবে কাকে বেশি পছন্দ মানুষের, মোদী নাকি রাহুল?

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরেই ভারতে রয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে জয় নিয়ে আশাবাদী বিজেপি ও কংগ্রেস উভয়েই। কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীর মুখই সামনে আসছে। অপরদিকে তৃতীয় বারের প্রধানমন্ত্রীত্বর জন্য প্রস্তুত মোদী। তবে মানুষ কাকে চাইছে? এটাই বর্তমানে বড় প্রশ্ন। সমীক্ষা বলছে, প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদী ৬৪ শতাংশ মানুষের শীর্ষ পছন্দ।

Rahul Gandhi beats Narendra Modi in viewership, Congress shares data | Mint

অধিকন্তু, ১৭ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদের জন্য তাদের শীর্ষ পছন্দ হিসাবে বেছে নিয়েছেন। ১৯ শতাংশ মানুষের পছন্দ ভিন্ন। বিরোধী নেতাকে বেছে নিতে বলা হলে, উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। মোট ১৯ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে পছন্দ করেছেন। ১৫ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেছেন। আরও, ১২ শতাংশ মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে বেছে নিয়েছে। ৬ শতাংশ মানুষ এমকে স্ট্যালিনকে বেছে নিয়েছে এবং ৮ শতাংশ মানুষ উদ্ধব ঠাকরেকে পছন্দ করেছেন। তবে ৪০ শতাংশ মানুষই কাউকেই বেছে নিতে চায়নি।